সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ঐক্যপুজো ~ আর্যতীর্থ

ফাটছে বাজি দড়াম দুড়ুম , হুররা হো হুররা হো,
আয় করোনা আমার বাড়ি, নিয়মটিয়ম দূর রহো।
তিনহাজারে গেছে রোগী, মৃত্যু হলো একশো পার,
আও বাবাজী, ফাটাও বাজি, আয়েশ করি সব ইয়ার!

এটাই যদি ঐক্যধ্বনি, গড় করি ভাই দূর থেকে
ঢোলক নিয়ে নাচন কোদন, বাইরে গেলো ঘুরতে কে?
এই মারীতেও এমন বাজি, তবে কোথায় ভয় শুনি?
আপন মনে ছড়াক কোভিড, আমরা বরং নয় গুনি।

বিশ্ববাসীর কাছে গেলো ভারত থেকে এই আওয়াজ
ষাট হাজারের মৃত্যু তো কি, দ্যাখ কিরকম ফূর্তি আজ।
মোবাইল আলো আর প্রদীপে কম পড়ে দেশভক্তিতে
ঐক্যপুজোয় নিয়ম বোধহয় পটকা দিয়ে ভোগ দিতে।

লকডাউন আর করা কেন, দেশ আছে বেশ উৎসবে,
ফালতু নাটক শেষ করা হোক, কজনে আর ভূত হবে!
চিন্তাবিহীন তাকধিনাধিন, কে খুঁজে যায় বিপর্যয়?
বাকি আছে হাঁকা শুধু, বোল করোনা মাঈকি জয়!

ঐক্যপুজো আবার কবে, পাঁজি দেখে নিই শিখে,
কোভিডবাবার থানে এবার ভেট চড়াবো পাঁচসিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন