মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

মোদীজি কথা রাখেননি ~ অর্জুন দাশগুপ্ত

লোকপাল বিল মনে আছে। মনমোহন সিং সরকারের সময় দুর্নীতির বিরুদ্ধে লোকপাল একটা জোরালো অস্ত্র মনে করা হয়েছিলো। আন্না হাজারে অনশন করলেন। সাথে কিরণ বেদী, ভি কে সিং। 
তারপর মোদীজি ক্ষমতায় এলেন। কিরণ বেদী, ভি কে সিং বিজেপিতে চলে গেলেন। 
আর লোকপাল বিল ?? বিশ বাঁও জলে।

হুইসেল ব্লোয়ার আইন।
যখন কোনো ছোটো অফিসার বা কেরানি উচ্চপর্যায় দুর্নীতির সন্ধান পায়, এবং নিজের চাকরি, পরিবার, জীবন বাজি রেখে তা সর্বসমক্ষে প্রকাশ করে তখন তাকে আইন করে সমাজের হায়না, কুকুরদের হাত থেকে রক্ষা করা সরকারের কর্তব্য। 
আমাদের দেশে এমন একটি আইন হয়েছিল ২০১৪ সালে। মোদিবাবু ৫ বছরে এখনো তা প্রণয়ন করতে পারেন নি।

তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশন আইন, দেশের সাধারণ গরীব লোকেদের হাতে এক শক্তিশালী অস্ত্র । সরকার তোমাকে জানাতে বাধ্য।কোন খাতে কত খরচ, আর বাবুদের নিয়ম দেখিয়ে  চেপে যাওয়া যাবে না।
কাল সংসদে এই আইনটির দাঁত নখ ভেঙে দিলেন মোদি সরকার। 

তিনটি আইন, গরিব মধ্যবিত্তদের হাতে জোরালো তিনটি অস্ত্র। সমাজের পচন আটকানোর তিনটি জীবনদায়ী ওষুধ, নষ্ট করে দেওয়া হলো।

ঠিক কাকে কাকে আড়াল করতে চাইছেন মোদীজি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন