রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

যজ্ঞের পাঁঠা ~ সুস্মিতা ওঝা

"খুড়া গ! 
এগার হাজার চার'শ কোটি!
ঘুরছ্যে মাথা বন্ বন্!"
"ক্যানে বাপু?  ব্যাঙ্কে তুমার 
নাইখ খাতা জন্ ধন্?"
"সে ত, তখন বল্যেছিল,
পনের লাখ দিব্যেক,
জানথি কি আর হড়প্ কর‍্যে
বিদেশে পালাব্যেক!" 
"কালা ধনকে কর‍্যে সাদা
ফেরার যখন নীরভ,
তুতো ভাই ত বঠে, ন কি? 
তাথেই মোদী নীরব।
'না খা'ঙ্গা, না খানে দুঙ্গা',
তুদের লাগ্যেই বলা,
দু বেলা ভাত খাত্যেই হব্যেক?  
এত পেটের জ্বালা!
ভাতের বদল ধম্ম ট কে,
খাবিস যদি গুল্যে,
ভুলবি খিদা, হনুর পারা 
লাফাবি ল্যাজ তুলে!
টাকা লুঠ্যে বিদেশ গেছে,
হঁয়্যেছে কি তাতে?
খাতা-পত্তর মিলাইন্ দিত্যে 
এফ আর ডি আই আছে।  
ই টুকু ত দ্যাশের লাগ্যে 
করত্যে হব্যেক ভাই,
রাম রাজ্যের মহা যজ্ঞে
বলির পাঁঠা চাই।
    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন