বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ভূত চতুর্দশী ~ আশুতোষ ভট্টাচার্য

ভূতপেত্নি দৈত্যদানো
আজকে সবাই দারুণ খুশি
পঞ্জিকাতে পষ্ট লেখা
আজকে তো ভূত চতুর্দশী।।

ভূতের ছেলে বায়না ধরে
ক্যাপ পিস্তল আতসবাজি
শাস্ত্রে এসব বারণ আছে
ব্রহ্মদৈত্য তাতেই রাজি।।

পান্ত ভূতের খুড়শাশুড়ি
বনগাঁ যাবেন লোকাল ট্রেনে
মুড়কি নাড়ু সঙ্গে নেবেন
ফেমাস ভীষণ, সবাই চেনে।।

কিপটে ভূতের ঘুম আসেনা
নিমগাছে কি পয়সা ফলে
সখ দেখে গা পিত্তি জ্বলে
বাজার করে শপিং মলে।।

জম্মে যে ভূত চান করে না
সে'ও দেখি আজ সাবান মাখে
খড়ম পায়ে,গগস চোখে
ডান পকেটে রুমাল রাখে।।

ভূতের মেয়ে সবুজ সাথী
সাইকেলে যায় হাই ইস্কুলে
আজকে সেও খুব সেজেছে
ঘাগরা চোলি কানের দুলে।।

আনন্দে আজ নৃত্য করে
ক্লান্ত ভূতের শান্ত পিসি
ভূতের শ্বশুর গাইছে ভজন
আজকে তো ভূত চতুর্দশী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন