শনিবার, ৬ জুন, ২০১৫

শ্রীরামপুর : নামকাহিনী ~ ভাস্কর শূর

দরিদ্র এক ব্রাহ্মণ একা
বসিয়া গঙ্গাঘাটে
ভাবিতেছিলেন 'বড় নিরুপায়
দিন যা কষ্টে কাটে'!

অশ্বারূঢ় ফিরিঙ্গি এক
আসিল দৃষ্টিপথে
'গোরাকেই ধরি, ব্যবস্থা যদি
করে দেয় কোনমতে'!
ভাবে ব্রাহ্মণ ম্লেচ্ছ ভাষার
বাক্যটি আছে মনে
না হয় তাহাই প্র‍য়োগ করিব
সকাতর আবেদনে।
জনমানবশূন্য প্রহর
করিতেছে ফাঁকা ধূ ধূ
দেখিল সাহেব দাঁড়াইয়া ঘটে
একটি নেটিভ শুধু
সেই লালমুখো চেঁচাইল জোরে
" হে ঝাগার ক্কী নাম আSe"?
ব্রাহ্মণ ভাবে আসিল সুযোগ
জানাইবে প্রার্থনা সে
করজোড়ে করিয়া মিনতি
বলিল " স্যর আই এম পুয়োর"
সাহেব তাহাতে কী বুঝিয়াছিল
আবছায়া ধুয়ো ধুয়ো
"স্যর-আই-এম-পুয়োর" আজ শ্রীরামপুর
বিদিত সর্বজনে
মুখে আর্জিটি জানাইয়াছিল
মুখার্জি ব্রাহ্মণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন