সোমবার, ১১ মে, ২০১৫

বাঁচার গান - শুভাশিষ আচার্য্য

ফুল ছোঁড়গো পুষ্প দয়াল মাঝরাতে।
আসর যাব ব্যান্ড বাজছে শিশুর মন,
এলোমেলো কথা বারতা দিগদিশাহীন,
আর কত গো পুড়বো আমি আত্মতেজে,
বাঁচব আমি আরও বাঁচব মধুরবেদন,
যাক ছিঁড়ে যাক সব-ভাবনা গরল দহে,
ফুল ছোঁড়গো পুষ্প দয়াল মাঝরাতে।


স্বপ্নবাতি নিভে যাচ্ছে রোজপ্রতিদিন,
মোহর গুনে ফক্কাজীবন চাওয়া পাওয়া,
মাঝ রাত্রি আমার পাড়া ঘুমবিলাসি,
ফুল ছোঁড়গো পুষ্প দয়াল ফুল ছোঁড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন