বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

কিষাক্ত ~ পার্থ দাশগুপ্ত


হাম ভাই তুম বোন -
হবে না তো চুম্বন।
তাই ঘরে জুস খাই,
আপিসেতে ঘুষ খাই।
কেউ যদি খায় কিস
হাত করে নিশপিশ।
দিই তাকে পিটিয়ে
চুমু-ঝাল মিটিয়ে,
ডেকে দিই হরতাল
লিখি এডিটোরিয়াল।
কারও ঠোঁটে শাস্ত্র
কাহারও বা কাস্ত্রো,
কারও ঠোঁটে রামনাম
কারও ছুতো ইসলাম -
চুমু নিয়ে সব্বাই
গলাগলি সব ভাই।
রাস্তায় মুতে দাও,
ন্যাপকিন ধুতে দাও,
খুন করে পুঁতে দাও,
ফুটপাথে শুতে যাও,
কাটমানি ছুঁতে চাও
তোলা তুলে খুঁটে খাও -
তাতে নেই কোনও পাপ
সাড়ে সাত খুন মাপ।
চুমুতেই যত বিষ,
ফণা তুলে হিসহিস
বলে দিই এখনি।
ফাঁদটি তো দেখনি -
খাস কলকাত্তায়
সাঁঝবেলা সাতটায়
যদি মাঝরাস্তায়
দোকানের পাশটায়
প্রেমিকাকে চুমু খাস
পশ্চাতে দিমু বাঁশ।
ঠোঁট রাখ সামলে
শ্রীরামের নাম লে।
প্রেম কর প্লেটোনিক
বুঝেছিস বেরসিক?


Courtesy: http://thecommentator.in/2014/11/তোমাকে-ভাবাবোই-কিষাক্ত/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন