শনিবার, ২৪ মে, ২০১৪

নজরুলের প্রতি ~ প্রকল্প ভট্টাচার্য্য

বাবুদের তালপুকুরে হাবুদের নাইতে মানা।
জাতের এই বজ্জাতি আজ কাজীরও নয় অজানা!
বাগানের গাছ মুড়িয়ে উঠবে নতুন বাড়ি,
পালালো কাঠবিড়ালি, খুকুদের সঙ্গে আড়ি!
দুর্গম গিরি্র ভয়ে (লোকে আজ চালাক ভারি)
বাড়ি থেকে বেরোয় না কেউ, হুঁশিয়ার হে কান্ডারী!
দেখবি জগতটাকে? টিভি তো আছেই ঘরে!
দে তাদের গা ধুইয়ে, মিছে যারা তক্কো করে!
কী বলিস? কামাল পাশা? ইন্ডোর গেম কি কোনও?
বিদ্রোহী, আঙ্গুল চোষো, আর আমার গপ্পো শোনো!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন