শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

একুশে ফেব্রুয়ারি, দু হাজার তেরো ~ অমিতাভ প্রামাণিক

(আমি) বাংলায় হাঁটি পথ
(টানি) বাংলার জয়রথ
(ভুল) হলে ক্ষমা চাই বাংলায়, দিই বাংলায় নাকখৎ -
বাংলা আমার উদাসী বাউল
মনের ভাব প্রকাশ
(আমি) যেখানেই থাকি, সেখানেই করি শুধু বাংলায় বাস।

(আমি) বাংলায় করি চাষ
(দেখি) উদাত্ত নীলাকাশ
বাংলার নদীপাড় ঘেঁসে আমি ফুটে হই সাদা কাশ।

(আমি) বাংলার সিঁদুরে রাঙাই সিঁথি
বাংলায় বাঁধি চুল
(আমি) হাঁচি-কাশি সব বাংলায়, থাকি বাংলায় মশগুল।
বাংলা আমার সন্ধ্যা-আজান
প্রভাতী পুজোর ঢাক
শুভস্বপ্নের মত দুই বাংলাও এক হয়ে মিশে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন