বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

কেষ্টার চেষ্টা ~ নয়না চৌধুরী

সবকিছু ফেল, হয়ে যাবে জেল
তবু ও ছাড়িনা চেষ্টা
কাঁদোকাঁদো হয়ে প্রানপনে হেঁকে
তোলপাড় করি দেশটা!

এতো চেষ্টার ভার কে যে বয় ?
সেই পুরাতন কেষ্টা ?
রাত দিন ধোঁকে, বসন্তে মরে
তবু বয়ে যায় চেষ্টা !

ম'রবে তো ম'র, যা ক'রবে ক'র
ছাড়ব না আমি চেষ্টা
কেষ্টার বানী আমি খুব ই মানি
দেখেই ছাড়ব শেষটা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন