বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

উল্লাস ~ কৌশিক সেনগুপ্ত

মধ্যমগ্রামের হারিয়ে যাওয়া মেয়েটির প্রতিঃ



বর্ষ শেষের রাত,
একটু পরেই নতুন বছর দরজায় সাক্ষাৎ,
রঙ্গিন জল আর গানের তালে তালে,
নানান প্রান্তে শরীরগুলো ক্রমশ উঠেছে দুলে।
সেই শহরের হাস্পাতালের ভিতর,
তোমার শরীর ধীরে ধীরে ঠিক তখনই হচ্ছে নিথর।
নতুন বছর পাওয়ার লোভে ঘুরেছে কাঁটাও ঘড়ির,
চোখের সামনে ভেসেছে ততই তোমার দগ্ধ শরীর।
প্রশ্ন তুলেছে তোমার শোয়ানো লাশ,
বাইরে কিসের বাজির শব্দ, কিসের এত উল্লাস?
তোমায় ছাড়াই পেরিয়ে গেলাম পুরানো বছর সদ্য,
বলতে গিয়েছি, বলতে পারিনি, শুভ দুহাজার চোদ্দ।
মুছে গেছে সব, শুধু রয়ে গেছে তোমার প্রতিবাদ,
চেষ্টা করেও ঢাকতে পারেনি,
বর্ষ শেষের রাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন