শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

শীতঘুম ~ অরুণাচল দত্তচৌধুরী

সেই ক্রিসমাস থেকে চুপচাপ শীতঘুমে আছি
বিকেলের বেলা কমল বয়সের ব্যস্ত অনুপাতে
ক্লান্ত পরিযায়ী পাখি… বুঝে যায় ওড়া নেই ধাতে
তুষার বাতাস এসে খেলে গেছে ভুল কানামাছি।

প্রগাঢ় অন্ধকারে কুণ্ডলিত সময়ের ধাঁধাঁ
শুয়ে আছে। মাথার মণিটি যত্নে পাশে রাখা তার।
সে'সব সরিয়ে যদি আলগোছে চুমু রাখি ঠোঁটে,
যাবতীয় বিষদাঁত কলগেটে মেজে সেজে ওঠে।

আরও কারা এসেছিল? বল দেখি এসেছিল কে কে?
বিষাদগন্ধ মাখা আমাদের এ' মায়াশহরে
প্রশ্নটুকু করলেই বিস্মৃতির স্বপ্নে চোখ রেখে
প্রেম হেসে ওঠে তার নিশিলাগা বিকারের ঘোরে।

কবিতা আসেনা কোনও। মাঝে মাঝে জেগে ওঠে ক্ষুধা
শীত রাতে ভস্ম হই। পুড়ে যায় সমগ্র বসুধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন