রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

কবি 'দিনেশ দাস'এর জন্ম-শতবার্ষিকীতে ~ অরুণাচল দত্ত চৌধুরী

নতুন চাঁদের বাঁকা ফালিটি,
তুমি বুঝি খুব ভালবাসতে?
চুপ! কাস্তের কথা আর নয়!
অসময়। কথা বল আস্তে।

শতক পাল্টে গেছে যদিও
ইতিহাস ঘোরে চেনা বৃত্তে
কালাশনিকভে নেই বেয়নেট
তবু তুমি পারছনা জিততে

অজ্ঞাতবাসকাল পেরিয়ে
নিজে নিজে হয়ে গেছ ত্রস্ত
কী করে ভুলেছ তুমি বলোতো
কোন শমীডালে ছিল অস্ত্র?

এখানে ওখানে কিছু ছিটিয়ে…
জং ধরা তার অধিকাংশ
তোমার নিজের প্রিয় আয়ুধে
লেগে মৃত সময়ের মাংস।

স্মৃতি ফিরে পাও। ছিঁড়ে ফেল সব
ছদ্মবেশের ভুল ধারণা।
চাঁদের আদলে প্রিয় কাস্তে
তোমারই তা'। জেনো, আর কারও না।

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

জীবন ~ প্রকল্প ভট্টাচার্য

এই তো রে, বেশ ভালোই আছি... দিব্যি!
ছুটকো ছাটকা, ও কিছু নয়, ঝঞ্ঝাট।
মোটের ওপর পৃথিবী খুব সুন্দর।
জীবন মানেই তাপ্পিমারা প্যান্ট শার্ট!
এই তো, কেমন হাসছি তোদের সঙ্গে!
কেউ কখনো দেখলি আমার কান্না?
চোখের জলে নাকের জলে ভাসতে?
নালিশ সালিশ অনেক হলো, আর না।
এই তো, আমি কক্ষণো নই দুঃখী।
পাইনি খানিক, পেয়েওছি তো একঝাঁক!
সব হিসেবের নিকেশ হবে শিগগির,
এই তো ক'দিন, মন, ততদিন চুপ থাক!

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

নদী, আমি, ওরা ... ~ অমিতাভ প্রামাণিক

আমাদের সবই ছিল, আদিগন্ত তীব্র শ্যামলিমা,
ধানী জমি, ফল-ফুল, শতাব্দীপ্রাচীন মহীরুহ।
তিন তিনখানা নদী জুড়ে ছিল শৈশবগরিমা,
অথচ কাদের পাপে সবই হয়ে গেল চক্রব্যূহ!

চঞ্চলা ইছামতী, তার ছিল মহিমা অপার –
কবে হল জরাগ্রস্তা, ভুলে গেল যৌবনবারতা।
কখনো নদীর ঘাটে বসে কি শুনেছ হাহাকার?
এপার-ওপার খেয়া বন্ধ হলে মাঝি যাবে কোথা?

আমাদের বাল্যকাল ধোয়া ছিল যার নদীজলে,
শুধু অবহেলা পেয়ে সে শুকিয়ে গেল সহজেই।
ওপারে সর্বসুখ যারা বলে, তারা ভুল বলে,
আমি জানি, ওপারেও ওরা আজ খুব ভালো নেই।

ওরাও তো আমরাই, জানতো তা নদী-মাঝি-খেয়া।
কখন যে 'ওরা' হল, শুভদিন ফিরলো না সে আর!

১৭ ডিসেম্বর ২০১৩