শনিবার, ২ নভেম্বর, ২০১৩

ছবি ~ অমিতাভ প্রামাণিক

ছেলেটা আদুর গায়। প্যান্টখানা? ছেঁড়া সে।
ধূপ বেচে সিগ্‌ন্যালে, দেখি ধনতেরাসে।
হিঁদু না মুসলমান? ভোলা, ভূতো বা বশীর?
পরদিন দেখি তারে ভূত চতুর্দশীর
বাজারে দাঁড়িয়ে, তার পরণে সেই পোষাক।
হাতে কিছু আঁটি, বলে, লিবেন চোদ্দশাক?
বেশ চালু ছেলেটাতো, নাকি খামখেয়ালি?
দিওয়ালি আছে কি ওর, ঘরে নেই দেয়ালই!
রোদে-বৃষ্টিতে-জলে খাড়া থাকে দ্বিপদে,
সেভাবেই চলে অমাবস্যা-প্রতিপদে,
ঘন্টা-মিনিট-দিন লাল-কালি তিথি যায়।
বোন আছে ওর? দেয় ভাইফোঁটা দ্বিতীয়ায়?

আমার এ পাপের হাতে এই ছবি আঁকালি
যদি মা, দেখিস ওরে – ওদেরকে – মা কালী!

১ নভেম্বর ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন