বুধবার, ২১ আগস্ট, ২০১৩

মরা প্রেম ~ শ্রদ্ধা মুখোপাধ্যায়

মৈথুনে আজ আমি খুঁজবই তোকে 
ঢেকে নেব কালকের আদরের দাগ 
ধুলো ঢেকে নিভে আছে চাদরের ভাঁজে
মরে যাওয়া কঙ্কাল আর অনুরাগ.

টেনে নেওয়া ফুসফুসে জং ধরা প্রেম
আশা আর হতাশায় সব শোধ-বোধ
যে আগুন জ্বলেছিল তার হাত ছুঁয়ে
নিভিয়েছে হিম রাতে সব প্রতিরোধ.

ভেসে থাকি, ডুবে যাই পুকুরের ঘুমে
পড়ে থাকে একা ট্রেন আর কিছু কথা
ভালোবাসি, বেসে যাব বলেছিল যারা
আজ তারা ফেলে গেছে শুধু নীরবতা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন