শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

​​বহিষ্কৃত ~ অরুনাচল দত্তচৌধুরি

​​
তুমি কল্পশাস্ত্রলতা, আমি এক ঘোর অনাচারি
চাও বা না চাও আমি সব স্বর্গ ভেঙে দিতে পারি।

মন্দাকিনী পারে আসা মুখচোরা পারিজাত ঋতু
এসেও মেলেনি ফুল ... কেঁপে ওঠা লোকভয়ে ভিতু!

ভয় নেমে গেছে তার মাটিমাখা শেকড়ের কাছে।
পাপেরা ছড়ায় গল্প এ'পাড়ার আনাচে কানাচে।

না বুঝেই কেউ কেউ পারিজাতগন্ধ ভাবে তাকে
উৎসাহে সেই গল্প মেখে নেয় জিভে ও পোষাকে।

সময় ফুরোলে জানি এলে নিভে যাবে সমূহ প্রেরণা
সময়ের আগে ... তাই সেই ভুল ভাঙাতে যাবো না।

এ'রকম কত ভুল ঘটে যায় সময় বিশেষে
খবর যা কিছু রটে কিছু মিছে বাকি একপেশে।

দ্যাখো দিব্যি বেঁচে আছি। হলে হোক অতি নাটকীয়
স্বর্গের পাহারা টপকে অনাচারী প্রেমটুকু দিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন