মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

স্বপ্নদীপ্ত অনুজ আমার ~ অনামিকা মিত্র

স্বপ্ন তোকে বলেছিলাম, ঘুম পেলে চলবে না।
রাত পাহারায় ফাঁক পড়লেই পুড়িয়ে দেবে ডেরা।

একটা মাত্র ঘর। এখনও মহাজনের দেনা
করছে তাড়া। জাগতে থাকুক দীপ্ত অনুজেরা।

স্বপ্ন তোকে বলেছিলাম, জেগে থাকাই কাজ।
ঝড় আসবে আজকে রাতে দক্ষিণ দিক থেকে।

আকাশও খুব উগড়ে দেবে আগুন মাখা বাজ, 
তোরা না হয় সকাল এলে ঘুমোবি প্রত্যেকে।

স্বপ্ন তোকে বলেছিলাম ইতিহাসের কথা।
এমনি ভাবেই এগিয়ে আসে অন্ধকারের ঢেউ।

প্রত্যেকবার জিতবে মানুষ, হবে না অন্যথা
হারিয়ে যাবার কথা শুনেও ভয় পাবো না কেউ।

এই ঘরটাও হাঁটুক না হয়। চাই না পিছু ফেরা।
স্বপ্ন নিয়ে হাঁটতে থাকুক দীপ্ত অনুজেরা।

1 টি মন্তব্য: