বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

কফিহাউস ~ অরুণাচল দত্তচৌধুরি

কফিহাউস -১
----------------

আজ শনিবার
ওরা কি সবাই লেখে? ছবি আঁকে?
আরও কত কিছু করে প্রাণনিষ্ঠাভরে?
ওরা কি প্রতিভা আলো নাকি ওরা নিছক হুজুগ?
ওরা কি একলা না কি সবে মিলে এক?

বাতাসে ধোঁয়ায় ধোঁয়া মুঠোভরা সাদা বিষকাঠি
সামনে পানীয় কিম্বা নাও থাকতে পারে
অলীক পেয়ালা ভরা ম্লান অজুহাত
হাতে হাতে বদলায় আড় ভাঙা খাতা ম্যাগ পাণ্ডুলিপি
সূর্য না দেখা সেই বইটির কুমারী মলাট

বিষের গারদ শেষে জীবনের দেখাশোনা সেরে
ওই ওরা সদ্য কৈশোর পার যুবক যুবতী
ওই ওরা দারুণ অক্লান্ত আজও প্রৌঢ়তা পেরিয়ে
নীলকণ্ঠরা সব ফিরে গেছে পাখির বাসায়
কলকাতা সোদপুর বনগাঁ হাওড়া বা গড়িয়া
যার যার অন্ধকার অপেক্ষার কাছে

----------------------------------

কফিহাউস -২
----------------------

একপাশে বসেছেন প্রাজ্ঞ দলপতি
দশটি পাথরে মাপা রত্নগর্ভা ভাগ্যটুকু বসে আছে দুহাতে আঙুলে
প্যাসিভ স্মোকিং তাঁর অ্যাজমার ক্ষতি করছে জেনে তবু তিনি
বাধ্য ঋজু বসেছেন ধোঁয়ার সাগরে, ডান হাতে ইনহেলার বিশল্যকরণী
ডিম ভেঙে সদ্য ফোটা চার ফর্মা কবিতার ছানা
ওড়াউড়ি করছে খুব ভক্ত করতলে

নার্ভাস তরুণী কবি দু'ঘন্টায় নয়খানা সিগারেট ফুঁকে
প্রত্যেক শেষাংশগুলি বিলোলেন অর্থহীন শব্দশিকারিকে
ডায়রির ভাঁজ থেকে উঁকি মারল নবজাতকেরা
এর মাঝে তাড়া খেয়ে দু'দুবার কালো সাদা
শর্করার মাত্রা মাপা কফি ... এলো উদ্ভিজ্জ পকোড়া

এই কোলাজের মধ্যে আমি কই?
গডফাদারের বাঁ কাঁধের পেছনে চেয়ারে ওই যে সামান্য আবছা
অর্ধেক মুখ ঢাকা বোকা বোকা সংশয়ের চোখ ...
কেন আসা নিজেই জানিনা ... বসে আছি প্রসাদের দুরূহ আশায় ...
______________________________ _________________________

কফিহাউস - ৩
--------------------------------

একা তুমি... তুমি গুচ্ছ কবিতা
কারও চোখে জল মুচছো কবিতা?
কার সাথে তুমি শুচ্ছো কবিতা!
তুমি নও তত তুচ্ছ কবিতা ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন