বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

ক্যাম্পে যাত্রা ~ সোমনাথ চট্টোপাধ্যায়

বিশ কিম্বা শতজনই হবে তারা 
অথবা শত  সহশ্র নগ্ন শীর্ণকায়
বন্ধ ওয়াগনে ত্রাসে কম্পমান
এবং দিশাহারা
বসে শুধু নখ দিয়ে রাত্রি খামচায়

বিশ কিম্বা শতজনই হবে তারা
একদা নিজেদের ভাবত মানুষ বলে
এখন অবশ্য শুধু নিছক সংখার ধারা
সুখের দিনগুলো আড়ালে গিয়েছে চলে
হায়রে পাশার দান চালা সারা

একঘেঁয়ে সময় দ্রুতলয়ে বয়ে যায়
কাটে আরেকটি দিন ছায়ায় আলোয়
ভাবে ঘন্টায় চাকা কতবার ঘোরে?
ঘুরে যায়  ঘুরে যায়।

থামাও ওগো থামাও এ ঘুর্নন
শেষহীন রেশ অফুরান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন