সোমবার, ৭ মে, ২০১২

তুই বরঞ্চ ~ অনামিকা মিত্র

এঁটো কাঁটার বখরা চেয়ে দৌড়ে গেছি দিল্লি।
আমিই তো সেই ভাঁড়ার ঘরের ছিঁচকে লোভী বিল্লি।
মনমোহনটা বেয়াক্কেলে
লাভ হল না এ ব্ল্যাকমেলে
(এখনও চার বছর হাতে ... আস্তে না হয় গিললি!)

আস্তে খাবো? আস্ত খাবো ... পশ্চিমবঙ্গকে
গ্রাম ও শহর সরষের ফুল দেখবে নিজের চোখে
আমার দামাল সৈন্যগুলো
সব কটা যে বেজায় হুলো
একবছরেই পাস নি কি টের, দন্তে এবং নখে!

তোদের জন্য চাকরি দিলাম এই তো কয়েক লক্ষ।
পাস নি বুঝি? নাদান তোরা! ... দুঃখে ফাটে বক্ষ!
কথার কথা ... বক্তৃতাতে ...
দোষ কেন ভাই ধরিস তাতে
আসল কথা ... ডলার এবং চিটফান্ডের সখ্য।

মাইকে বলা মিথ্যে কথাই সবার চাইতে দামী
তাই তো মিছিল ... ব্রিগেড হলে মধ্যমণি আমি
অন্য যারা পালের গোদা
পার্থ মদন সুব্রতদা
সবাই জানে শিল্প শুধুই চুরি ও ছ্যাঁচরামি।

শিল্পায়নের গোড়ায়গলদ, শুকনো আগায় জল দে।
কেস জন্ডিস। আমার দু'চোখ লোভের আঁচে হলদে।
হন্যে হয়ে প্যাকেজ খুঁজি ...
পাথর পুঁতে বানাই পুঁজি
তুই বরঞ্চ বাঁধ গে বিড়ি কিম্বা চায়ের স্টল দে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন