সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

হাসি নিয়ে থাকো হাসিমুখে থাকো... ~ কবীর সুমন

হাসি নিয়ে থাকো
হাসিমুখে থাকো...

শান দাও হাসিতে, বারানসী কাশীতে , কলকাতাতেও
বঙ্গ রঙ্গ হোক, হেসে নিক সব লোকো যন্ত্রণাতেও
হাসি থাক শেষ কাঠে, যে কোনো শ্মাশানঘাটে চোখ বুঝে শুয়ে
কবরেও হাসি পাক, মরে গিয়ে হাসি পাক সুকুমার ছুঁয়ে।

ফুলসজ্জ্বায় হাসি, আদরের প্রত্যাশী, হাসি সঙ্গম
হাসিতে লজ্জ্বা ভাঙা, হাসিতে শরম রাঙা প্রেম অনুপম।

হাসি হোক মুখে ভাত, হাসিতে ধারাপাত চার একে চার
অবোধ শিশুও জানে ছোট্টো হাসির মানে, কোন্‌ হাসি কার
হাসিতে খরচ নেই, হাসি তো এমনিতেই মুখে এসে যায়
দাঁড়াও না নেতামনি, হাসির পরশমণি আছে আয়নায়।

আয়নায় মুখ দেখো, একটু হাসতে শেখো, স্বাভাবিক হাসি
খোঁচা দেওয়া হাসি নয়, তাতে সন্দেহ হয়, বুঝি দিবে ফাঁসি
আমি আছি ফেসবুকে, হাসি নিয়ে আছি সুখে, হাসি নিয়ে গাই
আমারও আসবে দিন, আপাতত হু চি মিন, হাসিটা শানাই...

কবীর সুমন



HASHI NIYE THAKO Posted on April 15, 2012 by Kabir Suman

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন