বুধবার, ৪ এপ্রিল, ২০১২

পরিবর্তন ~ অমিতাদিত্য সান্যাল

তোমার জন্য রইল আমার সস্রদ্ধ প্রণাম
দিবা রাত্রি লইব আমি তোমার মহানাম।
কেউ বলল শিলাদিদি কেউ বা বলে মিথ্যেরানি
দেশের তুমি হাল ফেরাবে জানি শুধু আমরা জানি।
দীনেশ মুকুল বেচা মদন যেথায় যত বন্ধু সজন
বাংলা টাকে পালটে দিতে লড়াই চলছে মরন পণ।
উত্তর টা সুইজারল্যান্ড ব্রিটেন হল কলকাতা
লাল পার্টি আর কাগজ গুলো হিংসে করে বলছে যাতা ।
রোশন গুরুং বগল দাবা মাও এর মুখে বসিয়ে থাবা
ঘোমটা টেনে পোষণ করে কলকাতা কে করলে কাবা।
রাজপথের ওই নতুন বাতি কি ছরাল তোমার খ্যাতি ?
ভেবে দেখ ও দিদিভাই নেশার ঘোরে পুশলে হাতি।
চকচকে ওই আলোর নিচে খিদের জ্বালায় করুন মুখ
তোমার কাছে ভিক্ষে করে দুটি ভাতের টুকরো সুখ।
'বেঙ্গল লিড'' আশিহাজার গরম গরম টাকার বাজার
ভাঁড়ার যদি শুন্য থাকে কি কমিশন কেই বা সাচার ?
ছুরি ছিনতাই রাহাজানি এক লাফে তো দিগুন হল
দলের ভেতর সবাই রাজা কালু পোঁচা শিবু নেলো।
দাদার গালে মেরে চাটি শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর
রাজ্য সভার গদির বেলায় নির্লজ্জ চাটুকার ।
তোমার কাছে অনেক আশায় আনল তোমায় জনগন
তোমার ঠ্যালায় কাঁপছে কেমন সনিয়া প্রনব মনমোহন ।
তুমি স্থিতি তুমি নীতি তুমি ছাড়া সবাই বাদ
কিছু দিনেই ল্যাংটো হব ইনক্লাব জিন্দাবাদ। —

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন