রবিবার, ১ এপ্রিল, ২০১২

বস্তি উধাও, বস্তি উধাও ~ সম্বুদ্ধ আচার্য্য

বস্তি উধাও, বস্তি উধাও,
যেটুকু ঘর আটকে ছিল-
এই আগুনে পুড়িয়ে দাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
কখন থেকে মাছের কাঁটা-
আটকে গলায়? উগরিয়ে দাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
মরবে যারা মরুক শালা,
ওদের আবার প্রানের কি দাম?
আমরা আছি, পড়িয়ে টুপি,
জয়ধ্বজা শূন্যে উড়াও.

বস্তি উধাও, বস্তি উধাও,
এই তো ছিল হাজার মানুষ,
এই তো ফাঁকা, ম্যাজিক দেখাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
কান্না ওদের ভাওতাবাজি,
নীল-সাদা তে শহর সাজাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
থাকবে ওরা গাছের নিচে,
রেললাইনে, খালের ধারে,
আমরা বসি অট্টালিকায়,
দেখলে ওদের কেলিয়ে ভাগাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
মধ্যবিত্ত বিবেক জাগে?
ওসব ছেড়ে আখের গুছাও.

বস্তি উধাও, বস্তি উধাও,
দেশের অভিশাপ ওগুলো,
ওদের মরে যাওয়াই ভালো,
সাজবে শহর, নাচবে শহর,
আমরা বসে গুনব টাকা.
ছোটলোকের প্রাণ ওগুলো,
জাগার আগে ই জ্বালিয়ে দাও.

বস্তি উধাও, বস্তি উধাও.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন