বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

আপনাকে বলছি স্যার ~ অনামিকা মিত্র

দারুণ কড়া বিবৃতি স্যার, আপনি অভিভাবক।
বেশ ঝেড়েছেন... ঠিক করেছেন... হৃদয়ে ধকধক
আপনি বললে সান্ত্বনা পায়। আপনি জানেন আজও
শঙ্খ ঘোষের বাক্য মানেই বাজো স্বদেশ... বাজো!
সময়টাও কী সাংঘাতিক! বিন্দুমাত্র দেরি
করলে পরেই... নোঙর তুলবে নির্বাচনের ফেরি।
এমন সময় দেরি মানে কয়েক লক্ষ ভোট,
এ'দিক ও'দিক। দেরি মানেই প্রচণ্ড সঙ্কট।
বুদ্ধিজীবির দায়িত্ব তো অল্পটি নয় স্যার!
আপনি জানেন এমন সুযোগ মেলেনা বারবার।

বুদ্ধও যে নিন্দা করবে, করবে প্রতিবাদ
ঠিক জানতেন, সত্যি না স্যার? কোন কায়দায় বাদ
দেবেন তাকে? তার চাইতে অপেক্ষা না করে
মুখ মুখোসের কাব্যচিত্র কুশলী অক্ষরে,
বলতে পারলে লক্ষ্যসিদ্ধি, পাবেন ফোটোসেশন।
হয়তো কয়েক বছর বাদে মেট্রোরেলের স্টেশন...
সেটাও পাবেন। সেই প্রাপ্তি মোটেও নয় ফেলনা।
কিন্তু কিছু বোকা মানুষ... যাদের ভাবেন খেলনা
বোকার মতই তারা সবাই ভাবছে এ'টা ভান।
নইলে একই অসভ্যতা করেছে কল্যান...
তখন ছিলেন বিসদৃশরকম ভাবে... চুপ।
ভাবছে সবাই... আপনি কেন এমন বহুরূপ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন