বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

তনয়কাহিনি ~ অনামিকা মিত্র

শুধুই সেলএর চাকরি ছেলের পোষাচ্ছিল না মোটেও।
তাই অভিজিৎ ভুলে হিতাহিত, দাঁড়িয়ে গিয়েছে ভোটে ও!

সবাই বলল "আগামীকল্য, না খেয়ে মরবি শেষটা!"
বলে বাছাধন "আছে পেনশন, সুবিধার ভিআরএসটা।

বলছে লোকরা রাহুল ছোকরা খুব নাকি তালেবর সে!
আমি কীসে কম? মেলছি পেখম উদার ভারতবর্ষে!

চাকরি না ছাই, ক'টা টাকা পাই? এর চেয়ে পলিটিকসে
নামলে আমার বহু রোজগার। জেনে গেছি আমি ঠিক সে।

প্রণবপুত্র... সে'টাই সূত্র। এ'দারুণ ব্যাকগ্রাউন্ডে...
হলেই এমএলএ উৎকোচ মেলে, ডলার এবং পাউন্ডে!

হামাগুড়ি দিতে শিখি নাই আজও, তবু চাহিতেছি... হাঁটিতে।
হাত ধর বাপা... হাঁটি হাঁটি পা পা, রোডশোতে... নলহাটিতে! "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন