বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

জবাবদিহি ~ রাত্রি

ভক্তিভরে মা কালীর পুজো দিনু আাজ,
"power-point", bare রূপে কিবা আছে লাজ??
অসীম শক্তিরূপে মহামায়া তিনি ।
ধ্বংসের কান্ডারী, most like শনি ।
কালী-শনি format বুঝি নাকো অত …
রোজ রাতে খুন হয় সহস্র-শত ।
অধিকাংশই হয় beheaded লাশ…
বদলের নামে কালি, দিচ্ছিস বাঁশ???
একালের কালী ইনি, higeinic ভীষণ !
খাঁড়ার আড়ালে রাখেন সুশীলি স্বজন !!
গর্দান নিয়ে নিয়ে ফুরায়েছে ধার … ;তাই
গুলি,বোমা, বাতেলাতেই বৈতরণী পার !!!
Attacked হইয়া শেষে "হার্মাদ" বিষে,
বুলেট চালান তিনি "মাও"-"মাটি" বেশে ।
"মৃত্যু-ঘন্টা" বাজায়ে, মা দিলেন সাজা-
ফাঁকা মাঠে গরু চড়ে, আহা কি মজা !!
"make me sure", যেন সবকটা মরে,
প্রমান রাখিসনে, যদি সি.বি.আই-এ ধরে ??
মার বুক থেকে ছেলে কেড়ে নিয়ে এসে…
আছড়ে, থেঁতলে তারে নিকেশিলি শেষে ?
কাতরালো দেহখানি কাটা পাঁঠার মত…
এই দেখে, মা কালী তুই মজা পেলি এত ?
রোজ ঘাটে কটা বডি পোড়ে, তা জানিস?
মিছে sympathy নিয়ে বড় মিছিল করিস !!!
বাংলার মা-মাণুষ ভোলেবাবা সম…
সেই বাবাকেই পায়ে দলিস অমন???
যে বীজ পুঁতলি মা, সে বিষবৃক্ষ হল ।
হিংসার বিষে মাটি রক্তে রাঙালো ।

স্বামী-ছেলেহারা নারী একদম চুপ ।
নির্বাক চাউনিতে জ্বলে বারুদের স্তুপ।
দুই হাতে ধরে গলাকাটা দুটি মুখ…
আজ চিনে নিয়েছে সে তোর ferocious রূপ !!

মা তোর পুজোতে বারুদ লাগে শ'য়ে শ'য়ে…
ফিরে আসে যদি তারা বুমেরাং হয়ে???
একবার পিছনপানে মা তকিয়ে দ্যাখ্….
Measure করে নে তোর পাপেভরা track…
হিসেবের দুই দিক, debit ও credit ।
মাণুষ মিলিয়ে নেবে তোর answer ঠিক !

এই বলে, গড় ক'রে নমিলুম তবে,
মা তুই সত্যিকারে "মাণুষ" হবি কবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন