শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

কান পেতেছি হৃদ্‌-মেশিনে ~ অণির্বাণ ঘটক

কান পেতেছি হৃদ্‌-মেশিনে,

একরঙা ছাই, দুইরঙা ছাই,

চোখ জ্বলে যায়, শরীর সাথে

জ্বলতে থাকে, নিয়মমাফিক,

চাপের মুখে গুটিয়ে যাওয়া, কেন্নো তো নয়!

আমার শরীর! অথবা সেই

আজন্মকাল, ঊরুর ফাঁকে ছটফটানি...

শরীর জুড়ে করছে খেলা, সাপ-সাপুড়ে,

নিত্য লুডো,

এক পা আগে, দুই পা আরো,

সাপের মুখে পড়তে পারো,

কিম্বা আমায় ঠেলতে পারো

একরঙা সেই হৃদ্‌-মেশিনে,

যার দুপাশে পেরেক গাঁথা,

সেইখানে কান পাততে পারো,

লাব ও ডুবের ইনফিনিটি...

মিলবে সেদিন হৃদ্‌-মেশিনে,

ঊরুর ফাঁকে,

মৃত্যুদিনে!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন