রবিবার, ২৭ জুন, ২০১০

মাংসাশির জন্য বিজ্ঞাপন (১৯৪৮) ~ সলিল চৌধুরী

আসুন! আসুন!  কার তাজা মাংস চাই
হাতে যেন থাকে খাঁটি খদ্দরের থলি
ভীষণ সস্তা মাংস গঙ্গাজলে ধোয়া
রামধুন গেয়ে গেয়ে তবে বলি দেওয়া।

সর্বভাষী মাংস পাবে সব দেশী পাঁঠা
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা
তিনরঙ্গা খাঁড়া দিয়ে সব মাংস কাটা।

যৌবনবিলাসী এসো নেবে তো এখন
গর্ভবতী রমনীর রক্তমাখা ভ্রুণ
বাত্সল্য রসিক যদি থাক কোনো জন
কচি শিশু মাংস পাবে সদ্য করা খুন।

ভয় নেই আমাদের মাংস নিরামিষ
সর্বত্রই ব্রাঞ্চ আছে,  দিল্লি হেড অফিস।

(কমুনিস্ট পার্টির পত্রিকা "সংবাদ "এর শারদীয়া সংখায় এই কবিতাটি ছাপা হয়েছিল -- প্রকাশের সঙ্গে সঙ্গেই সংখ্যাটিকে কংগ্রেস সরকার নিষিদ্ধ ঘোষণা করে)

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন