বুধবার, ৯ জুন, ২০১০

All are equal, some are more equal! ~ অনামিকা

দুনিয়া চমকে গেছে, পাহাড়ের মুষিকপ্রসবে!
গেলে যাক ... ও স্বদেশ, তুমি কান দিও না ওসবে।
যাই হোক, এতদিনে হাসিমুখে জেগেছে বিবেক।
বিচারের প্রহসন শেষ হল আইন মোতাবেক!
বোকাদের বোবাদিন গুমরেছে পঁচিশ বছর।
কি নরম আইন আহা! জামিনও দিয়েছে এর পর।

আদৌ কি কেউ ঝরে পড়েছিল সেদিন ওখানে,
শীতের পাতার মত? সিবিআই সব কথা জানে!
ঘুমে গুঁড়ি মেরে আসা খুনি কীটনাশকের ফলা,
কোনও চোখে বিঁধেছিল? জ্বলেছিল শ্বাসনালী ... গলা?
মায়ের গর্ভে ভ্রুণ অঙ্গহীন হয়ে গেল শোকে।
সে খবর মুছে যাক ঝকঝকে একুশ শতকে।
তর্ক কোরো না। তুমি চাইলেই ভুলে যাবে "মিক"...
মারণভূমিকা ভরা যে কুয়াশা বিষের অধিক!
না কোনও যুদ্ধ নয় ... পুঁজি আর লোভের মহিমা
ভূপালকে একরাতে করেছিল নয়া হিরোশিমা।

সিবিআই সব জানে। কোন ধারা নরম পেলব।
আইনের হাত ধরো। আইপিসি করে কলরব।
এ গণতন্ত্রে নাকি সকলেই নিছক সমান?
সেটা যে কথার কথা ভূপাল তা করেছে প্রমাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন