মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

তোমারই জন্য ~ অনামিকা মিত্র

তোমারই জন্য সব সহ্য করিনর্দমাসদৃশ
রাজপথে পা ডোবাইপানপাত্রে বিষও
অকাতরে পান করিভাবি সেটা অমৃতসমান
তুমি নীতিবাক্য দাও মেপে মেপে বিঘতপ্রমান,
তাতেই কৃতার্থ আমিলাথি মেরে ফেলো যদি ড্রেনে,
মহানন্দে নেচে উঠিতুমিতো আমারই সৃষ্টি জেনে,
একশ ভুল মেনে নিইমেনে নিই একলক্ষ চুরি
মেনে নিতে বাধ্য হই অপমান মেশানো চাতুরি!

নীতিবাক্য সরে গেলে আমি দাস তুমি ক্যাপিটাল!
যূথবদ্ধ ... অনায়াসে ডেকে নেবো বিমূঢ় সকাল
প্রেমের উলটো পিঠে ঘৃণা ছিল সে কথাও খাঁটি,
এতদিন যা পারিনি ... পার হবো লক্ষ্মনরেখাটি!
সর্বনাশ এতদিনে ছাড়িয়েছে প্রতিকার সীমা
এইবার ধ্বংস হবো, ভেঙ্গে ফেলবো সাধের প্রতিমা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন