বুধবার, ৮ জুলাই, ২০০৯

তোমারই জন্য ~ অনামিকা মিত্র

তোমারই জন্য সব সহ্য করি নর্দমাসদৃশ
রাজপথে পা ডোবাই পানপাত্রে বিষও
অকাতরে পান করি ভাবি সেটা অমৃতসমান
তুমি নীতিবাক্য দাও মেপে মেপে বিঘতপ্রমান,
তাতেই কৃতার্থ আমি লাথি মেরে ফেলো যদি ড্রেনে,
মহানন্দে নেচে উঠি তুমিতো আমারই সৃষ্টি জেনে,
একশ ভুল মেনে নিই মেনে নিই একলক্ষ চুরি
মেনে নিতে বাধ্য হই অপমান মেশানো চাতুরি!

নীতিবাক্য সরে গেলে আমি দাস তুমি ক্যাপিটাল!
যূথবদ্ধ ... অনায়াসে ডেকে নেবো বিমূঢ় সকাল
প্রেমের উলটো পিঠে ঘৃণা ছিল সে কথাও খাঁটি,
এতদিন যা পারিনি ... পার হবো লক্ষ্মনরেখাটি!
সর্বনাশ এতদিনে ছাড়িয়েছে প্রতিকার সীমা
এইবার ধ্বংস হবো, ভেঙ্গে ফেলবো সাধের প্রতিমা

নিজে ধ্বংস হতে হতে অনুভব করি গন্ধ কার?
তুমিও ধ্বংস হচ্ছ, একই সাথে ... প্রিয় অন্ধকার ...

1 টি মন্তব্য:

  1. ভালো লেগেছে শুধু এ কথাটি বলতে চাই। আরও লিখুন। নিয়মিত পড়বো, কথা দিচ্ছি।


    aR
    Bangla Blog Tips

    উত্তরমুছুন