মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০০৯

চুপ কর ~ অনামিকা

চুপ কর, শোন শোন বেয়াদব হোসনে।
ঠেকে গেছি ভোটারের ভয়ানক প্রশ্নে।
আটকাব উন্নতি, হোক খরা বন্যা।
তখতে বসতে হবে সার কথা শোন না!
সুশীলদা ভারী খুসি, মানুষেরা কাঁদলে,
ভাঙ্গচুর অবরোধ গুলি বোমা বাঁধলে!
গোপালের মনে সুখ, হিম হলে অস্থি।
তাই খুন করি। পোড়ে আদিবাসি বস্তি।
শিল্প কোথায় হবে? হলে হোক আকাশে।
মা মাটি মানুষ নীতি? বুঝবিনা, বাঁকা সে!
শিল্পটা আটকেছি। বয়ে গেছে রক্ত।
উস্কানি, লোক মারা, নয় তত শক্ত।
এবার নিজের জালে। কি যে করি...ধুত্তোর...
ভোটারের প্রশ্নের নেই কোনও উত্তর!
প্রশ্ন কঠিন নয়। নেহাত সহজ তো...
কোথা থেকে কাজ পাবে, বেকারের হস্ত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন