মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০০৯

জরুরী পাঠ ~ মন্দাক্রান্তা সেন

সবার মাথায় ছাদ চাই, চাই
রুটি-ভাত-তরকারি -
আর সেজনয় বামফ্রন্ট কেই
জেতানোটা দরকারি।

মানুষে মানুষে প্রাচীর গড়লে পরে
ঘাসফুল ধরা হাত উড়ে যাবে ঝড়ে।

রাবণ এসেছিল সন্ন্যাসী সেজে,
দশ মাথা নিয়ে নয় -
মুখোশের নাম 'মা-মাটি-মানুষ'
রেখো না'ক সংশয়।

মুখোশের আড়ালে রয়েছে হত্যাকারী
এই নির্বাচনে মোকাবিলা করো তার'ই।

শুনেছ কি বলে গেল দিদিমণি মমতা
তিনি'ই তো সুপ্রিমো, তিনি'ই তো ক্ষমতা
তিনি'ই তো সভাপতি, তিনি'ই সদস্য
তিনি'ই মালিক, আর বাকি সব পোষ্য।

তিনি বললেন, 'চোপ' -সবাই চুপ করলেন,
তিনি বললেন, দাঁড়াও -সবাই দাঁড়ালেন।
তার কাছে তো এটাই গণতন্ত্র :
ফ্যাসিবাদের মন্ত্র।

৩টি মন্তব্য:

  1. good job....n special thanks to Mandakranta Sen for coming up with it! :)

    উত্তরমুছুন
  2. Hey ... this is a good poem, but this is not mine. That was a mistake, courtesy GANASHAKTI :)
    - Mandakranta Sen

    উত্তরমুছুন
  3. এ আবার কী রে বাবা । এর মাথা ওর ঘাড়ে !
    তবে, সাইটটা ভাল লাগল ।
    মলয় রায়চৌধুরী
    মুম্বাই

    উত্তরমুছুন